Skip to content

Bangladesh Graam Theatre

ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২ নভেম্বর ২০২৪ নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী করা হয় “অভ্যর্থনা” এবং “মৃত্যুর অতীত” নামে দুটি নাটক।

এর আগে বনার্ঢ্য আয়োজনে শহরের মুসলিম ইনস্টিটিউট চত্বর থেকে একটি র‍্যালী শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। নাটক প্রদর্শনীর পূর্বে সংগঠনের পক্ষ থেকে একজন গুণী লোকনাট্য কর্মীকে স্মারক ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঙ্গিত থিয়েটারের সহ-সভাপতি ও নাটোর বারের সভাপতি আবু আহসান টগর, শিক্ষাবিদ সুবীধ কুমার মৈত্র, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনাইটেড প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সান্টু, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্য বৃন্দ, আগত নাট্যপ্রেমী দর্শক।

আয়োজক ইঙ্গিত থিয়েটারের সাধারণ সম্পদক ও নাট্যশিল্পী এ্যাডঃ সুখমর রায় বিপলু বলেন, বিনোদন, প্রাসঙ্গিকতা, উপস্থাপনশৈলী এমনকি শিল্পমানের দিক থেকে মঞ্চে আসা শিশু-কিশোর এবং যুবকদের করা দুটি নাটকই সবার মাঝে মুগ্ধতা জাগিয়েছে। রবীন্দ্রনাথের অভ্যর্থনা এটি মূলত হাসীর নাটক এবং উৎপল দত্তের মৃত্যুর অতীত, এটি একটি মৃত্যুকে কেন্দ্র করে নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *